নয়াদিল্লি: পিঙ্কমুন দেখেছিলেন অনেকেই। তাই বলে ব্লু-মুন? আজ্ঞে হ্যাঁ। ৬৫ বছরে না কি এমন ঘটনা আর ঘটেইনি। সারা পৃথিবী থেকেই একসঙ্গে দেখা যাবে ব্লু মুন।
বিশেষ পরিবেশে নানা শর্ত মিলে গেলে চাদকে এরাতে নীলচে দেখাবে। তবে পৃথিবীর অধিকাংশ দেশ থেকেই একে দেখাবে খুব উজ্জ্বল, গোল। আর সেই রাত আজকেই। ৩১ অক্টোবর।
কোনও বছরের একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ব্লু-মুন বা নীল চাঁদ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনও সম্পর্ক নেই।
আমাদের দেশে ৩১ অক্টোবর, ২০২০ রাত ৮টার পর দেখা যাবে ব্লু মুন। ফটোপ্রেমীদের কাছে চাঁদের ফটো তোলার এ এক আকর্ষণীয় সময়।