বলিউডের যেসব তারকারা সম্পর্ক ভাঙার পরও প্রাক্তনের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়েছেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

bollywood gossip

লড়াই ২৪ : বলিউড তারকা দের মধ্যে প্রায় সকলেই ধরা-ছাড়ার খেলায় সিদ্ধহস্ত। অনেকেই কয়েক মাস সম্পর্ক টিকতে না টিকতেই ফের নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এমনকি, বলিউড এইসব তারকাদের কাছে একাধিক বিয়েও জলভাত । ব‍্যতিক্রম অবশ‍্যই আছে, তবে তার সংখ‍্যা খুব কম। জানুন বলিউডের এমন কয়েকজন গুণধরদের যারা হাসতে হাসতে প্রাক্তনের বিয়েতে গিয়েছিলেন।

১। শাহিদ কাপুর– বলিউড অভিনেতা শাহিদ কাপুর করিনা কাপুর ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও প্রেম করেছেন। পরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়েতেই স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে হাসিমুখে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তিনি।

২। ডিনো মোরিয়া– বিপাশা বসু বলিউডে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের মধ‍্যে অন‍্যতম ডিনো মোরিয়া। পরবর্তী কালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি।

৩। নেহা ধুপিয়া– ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে সম্পর্কের বাঁধনে জড়িয়েছিলেন নেহা ধুপিয়া। পরে প্রাক্তন যুবরাজের বিয়েতে এসেছিলেন নেহা

৪। রণবীর কাপুর– দীপিকা পাডুকোন, ক‍্যাটরিনা কাইফ সহ আরো একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। শোনা যায়, সোনম কাপুরের সঙ্গেও প্রেম করেছিলেন রণবীর। ‘সাওয়ারিয়া’ ছবির শুটিংয়ের সময়েই নাকি প্রেমে পড়েছিলেন দুজনে। কিন্তু যে কারণেই হোক সে প্রেম টেকেনি। পরে সোনমের বিয়েতে আলিয়া ভাটের সঙ্গে নিমন্ত্রণ খেতে এসেছিলেন রণবীর।

৫। অনুষ্কা শর্মা– রণবীর সিংয়ের সঙ্গে অনুষ্কা সম্পর্কে ছিলেন দীর্ঘদিন। ‘ব‍্যান্ড বাজা বারাত’ ছবির সময়েই দুজনের প্রেম জমে উঠৈছিল। কিন্তু সে প্রেম ভেঙে যায়। দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। অপরদিকে বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা। তিনি দীপিকা রণবীরের বিয়েতে উপস্থিত ছিলেন।

bollywood gossip

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment