আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাটপাড়া পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিন পাড়া এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গণ্ডগোল চলছিল। সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা ২ টি বোমা পড়ে যায় যার মধ্যে একটি বোমা তৎখনাৎ ফেটে যায়। এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার ৩ বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয়। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মোমিন পাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালা বাবুর নাম উঠে এসেছে।
গোটা ঘটনার সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন ” দুষ্কৃতী কালা বাবুর লোকেরা এসব করেছে। কারন ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। পুলিশ আবার এই দুষ্কৃতীদের ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে। তাই এই সমস্ত ঘটনা ঘটছে।”
- যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি প্রণয় ঘটিত কারনে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্তে করছে।
