লড়াই ২৪ ডেস্ক: বুধবার সকালে অর্জুন সিং-এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, সকাল ৬টা ২০মিনিট নাগাদ পর পর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমা মারার আগে বেশ অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে শোনা যায় তাঁদের।
কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সত্ত্বেও একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছুঁড়ছে দুষ্কৃতীরা। এবার এই ঘটনা নিয়ে টুইটারে সরব হয়েছেন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়। টুইটে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিন তিনি টুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি রাজ্যের আইন -শৃঙ্খলার পক্ষেও উদ্বেগজনক।’ তিনি জানিয়েছেন, এব্যাপারে পুলিশের তরফে তাৎক্ষণিক পদক্ষেপের আশা করছেন তিনি।
Read more……………….CBI Summons: আইকোর মামলায় ফের একবার CBI তলবের মুখে পার্থ চট্টোপাধ্যায়
একটি ভিডিও মাধ্যমে দেখা গেছে সাংসদের বাড়ির গেটে বোমাবাজির ছাপ। এই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন। পাল্টা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ‘বিজেপির নিজস্ব অন্তঃদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে।’