BREAKING: মাদক কাণ্ডে অবশেষে জামিন মিলল রিয়ার, আবেদন মঞ্জুর বম্বে হাইকোর্টের
মুম্বাই: মাদক কাণ্ডে অবশেষে জামিন মিলল রিয়ার। আবেদন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। প্রায় ১মাস মুম্বাইয়ের বাইকুল্লা জেলে ছিলেন তিনি। গতকালই ফের একবার তাঁর বিচার বিভাগির হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল আদালত। তারপরই জামিনের আবেদন জানিয়েছিল রিয়া। অবশেষে সেই আবেদন মঞ্জুর করেছে কোর্ট।
বিস্তারিত আসছে…