লড়াই ২৪ : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লেন। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী রাজনীতি থেকে শতহস্ত দূরে থেকেও; আচমকাই একুশের বিধানসভা নির্বাচনের আগে স্রোতে গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
টলিউড এই অভিনেত্রী ভোটে প্রার্থীও হয়েছিলেন। যদিও জিততে পারেননি। তারপর থেকেই আর পার্টির ধারেকাছে ঘেঁষতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বৃহস্পতিবার টুইট করে দল ছাড়ার কথা ঘোষনা করলেন শ্রাবন্তী।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় টুইট করে লেখেন, ‘বিজেপির সঙ্গে সব বন্ধন ছিন্ন করলাম, যে পার্টির জন্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। নেপথ্যে কারণ হল, বাংলার জন্য তাদের কিছু করার আগ্রহ বা তাগিদ না থাকা।’
তবে, শ্রাবন্তী ব্যক্তিগত সম্পর্কর টানাপোড়েনের মাঝেই রাজনীতিতে যোগ দেন। টলিউডে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। অনেক কম বয়সে পা রেখেছিলেন অভিনয়ে। একের পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তিনিই যখন স্রোতে গা ভাসিয়ে রাজনীতিতে যোগ দিলেন বেশ অবাক হয়েছিল মানুষ। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। তবে, দিনরাত প্রচার করেও জয়ের মুখ দেখতে পারেননি তিনি।