bong guy real name
লড়াই ২৪ ডেস্ক: ইন্টারনেট দুনিয়ার বাঙালি আমোদপ্রিয় মানুষ অথচ Bong Guy-কে চেনেন না এমনটা খুব বেশি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কম বেশি অনেকেই হয়তো Bong Guy-এর নাম জানেন। কিন্তু জানেন কি Bong Guy কি খেতে ভালোবাসে? Bong Guy-এর মাসিক আয় বা কত? আসুন দেখে নেওয়া যাক।
নেটদুনিয়ায় Bong Guy হিসেবে খ্যাত ২৫ বছরের এই যুবকের নাম কিরণ দত্ত। তাঁর জন্ম এ রাজ্যের ধুবুলিয়া’তে। কিরণ কিন্তু BTECH in Civil Engineering.
বাঙালি এই ইউটিউবারের প্রিয় খাবার কিন্তু বিরিয়ানি। এছাড়া মিষ্টি দই, চাইনিজ ফুডও রয়েছে Bong Guy-এর প্রিয় খাবারের তালিকায়। তাঁর প্রিয় রং নীল, কালো, সাদা, হলুদ।
আরও পড়ুন – প্রিন্টেড বিকিনি টপে লাস্যময়ী মালাইকা
celebsradar নামে একটি ওয়েবসাইট দাবি করছে ২০২০ সালে Bong Guy-এর প্রতি মাসে আনুমানিক আয় ছিল ২০ থেকে ৫০ হাজারের মধ্যে।
২০১৫, ২৪ সেপ্টেম্বর সে এই চ্যানেলটি খুলেছিল। ২০১৬ সালে তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখন তাঁর চ্যানেলে ফলোয়ার সংখ্যা রয়েছে ৩.৩৮ মিলিয়ন।
bong guy real name