Boult Earphone
কলকাতা: আপনি কি হেডফোন কিনতে ইচ্ছুক। ৫০ টাকার হেডফোন কিনেছেন আর তা বারেবারে খারাপ হয়ে যাচ্ছে? তবে এবারে আপনার জন্য দারুণ সুযোগ এনেছে অ্যামাজন। নামী কোম্পানীর হেডফোনে অ্যামাজনে দিচ্ছে ৭০ শতাংশ ছাড়। তাহলে আর দেরি করা কেন? দেখে নেওয়া যাক বিস্তারিত।
অ্যামাজন Boult Audio BassBuds Storm-X in-Ear Wired Earphones with Mic and Full Metal Body for Extra Bass & HD Sound with Passive Noise Cancellation (Grey) হেডফোনটিতে দিচ্ছে ৭০ শতাংশ ছাড়। বোল্ট কোম্পানি ভারতীয় হেডফোনের জগতে নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেছে, তাই কোম্পানির ব্রান্ড নিয়ে আপনার ভাবনা নেই।
আজকেই অর্ডার করলে এই এয়ারফোন আপনার কাছে আগামীকাল পৌঁছে যাবে। এই এয়ারফোনের আসল দাম ৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন এটাকে অফারে ২৯৯ টাকায় বিক্রি করছে। খুব তাড়াতাড়ি অফার শেষ হয়ে যেতে পারে। তাই এখনই বুক করে ফেলুন নীচের ছবিতে ক্লিক করে।
লাল, নীল এবং ধূসর এই তিনটি রঙ উপলব্ধ আছে অ্যামাজনে। অতএব আর দেরি করা বুদ্ধিমানের কাজ হবে না। এয়ারফোনে থাকছে বাটন। যা দিয়ে সহজেই কল রিসিভ ও কেটে দেওয়া যাবে। আওয়াজও দারুণ মিষ্টি। অতএব আর দুবার ভাববেন না, জলদি অর্ডার করুন। এখনই।
Boult Earphone