প্রেমিকাকে প্রোপোজ করতে গিয়ে ঘর পোড়ালেন প্রেমিক, মায়াবী আলো পরিণত হল দাউদাউ আগুনে
ব্রিটেন: প্রেমিকার মন পেতে ঝুঁকি নিতে দু’বার ভাবেন না অনেক প্রেমিক। দুঃসাহসিক কায়দায় প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমিকার চোখে হিরো হওয়ার চেষ্টার ঘটনাও ঘটে অহরহ। তা করতে গিয়ে সর্বনাশও হয়।
আর এবার তেমনই এক ঘটনা ঘটল সুদূর ব্রিটেনের সাউথ ইয়র্কশায়ারে। প্রোপোজ করতে গিয়ে ঘরদোর পুড়িয়ে বসলেন প্রেমিক। প্রেমিকার মন পাওয়ার আগেই ছাই হয়ে গেল যাবতীয় আসবাব, ঘরে থাকা নথি।
কোভিডের জন্য দেখা হয় না অনেক দিন। দেওয়া হয়নি প্রস্তাবটাও। তাই বছর ২৩-এর ব্রিটিশ যুবক পরিকল্পনা করেছিলেন ভিডিও কল করেই এমন উপহার দেবেন প্রেমিকাকে, যা দেখে আর তাঁর প্রস্তাবে ‘না’ করার অবকাশ থাকবে না। উদ্দেশ্য ছিল প্রেমিকাকে চমকে দেবেন।
সেই মতো গোটা ঘরে লাগিয়েছিলেন কয়েকশ মোমবাতি। দেওয়ালে ঝুলিয়েছিলেন রঙ-বেরঙের বেলুন। কাঁচের টেবিলের উপর ওয়াইন গ্লাস থেকে উপচে পড়ছিল দামি হুইস্কি। এ প্রান্তে এমন স্বপ্নের পরিবেশ তৈরি করেই হোয়াটস অ্যাপে ভিডিও কল করেছিলেন ওই ব্রিটিশ যুবক। ওপ্রান্তে তা রিসিভও করেছিলেন তাঁর স্বপ্নসুন্দরী।
কিন্তু হাই, হ্যালো বলতে বলতে সবে মাত্র কয়েক সেকেন্ড হয়েছে কি হয়নি! প্রোপোজ করার আগেই পোড়া গন্ধ ভেসে আসে যুবকের নাকে। বুঝে ওঠার আগেই ও প্রান্ত থেকে প্রেমিকা দেখতে পান যুবক যে ঘরে দাঁড়িয়ে তাঁকে ভিডিও কল করছেন তার একটি অংশে দাউদাউ আগুন জ্বলছে।
প্রোপোজ মাথায় ওঠে যুবকের। কোনও ক্রমে ঘর থেকে বেরিয়ে খবর দেন দমকলে। কিন্তু দমকল আসতে আসতে সব শেষ। খাট-বিছানা থেকে টিভি, কম্পিউটার—পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব। আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরেও। অ্যাপার্টমেন্টের অন্যরাও ছুটে আসেন। আতঙ্কিত হয়ে পড়েন পড়শিরা। শেষপর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।