ব্রাসিলিয়া: চীনের উহান শহরে প্রথম থাবা বসানোর পর করোনার ভাইরাস বিশ্বব্যাপী ৭ মিলিয়ন মানুষকে ঘায়েল করে ফেলেছে। ব্রাজিলও করোনার ভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই বিরাট স্বাস্থ্য সঙ্কটের সময়ে ব্রাজিল সরকার করোনার পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দিয়েছিল। এরফলে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে অবশেষে মতি ফিরল সরকারের। এখন ব্রাজিলিয়ান সরকার ব্যাকফুটে যাওয়ায় সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনা ভয়াবহ হামলা চালাচ্ছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে হু সংঘাত বাড়ছেই। এর আগে বলসোনারোর মিত্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।