BREAKING: ২৪ ঘন্টায় দেশে এযাবৎ সর্বাধিক করোনা আক্রান্ত ১০,৯৫৬
স্বাস্থ্যমন্ত্রক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। গত কয়েকদিন ধরেই ৯ হাজারের উপরে ছিল দৈনিক বৃদ্ধি। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল খুব দ্রুত ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরোবে।
সেই আশঙ্কাই এবার সত্যি হল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।ফলস্বরূপ করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৭,৫৩৫। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেহ মৃত্যু হয়েছে ৮৪৯৮ জনের।
তবে স্বস্তির বার্তা, গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৬১৬৬ জন। ভারতে এখন সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ (৪৯.৪৭%)। অর্থাৎ দেশে এখনপর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১,৪৭,১৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪১,৮৪২।
উল্লেখ্য, আক্রান্তের নিরিখে ব্রিটেন কে পিছনে ফেলে ৪ -এ উঠে এল ভারত। তবে ভারতে অবশ্য মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কমে। বিশ্বে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরই অবস্থান করছে ভারত।