সব রেকর্ড ভেঙে দেশে একদিনে আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি মানুষ, মৃত ৮৬১

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সব রেকর্ড ভেঙে দেশে একদিনে আক্রান্ত ৬৪ হাজারেরও বেশি মানুষ, মৃত ৮৬১

নয়াদিল্লি: ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আগস্ট মাস পড়ার পর থেকেই গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। সেই ধারা অব্যাহত থাকল রবিবারও।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এদিন সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় সাড়ে ৬৪ হাজার মানুষ। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল সাড়ে ২১ লক্ষের গণ্ডি।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৩৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ৫৩ হাজার ১১ জন।

তবে, এদের মধ্যে ১৪ লক্ষ ৮০ হাজার ৮৮৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭ জন। মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে এই মুহূর্তে এদেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। স্রেফ গত দশদিনে ভারতে প্রায় ৬ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। যা রীতিমতো ভয়াবহ।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment