রায়গঞ্জ: চোপড়ায় মাধ্যমিক পাশ করা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে রবিবার উত্তপ্ত ছিল এলাকা। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়। এর পরে সোমবার ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ, সরকারি বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার সকালে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে ১৬ জন বিক্ষোভকারীদের গ্রেফতার করে৷ যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
মাধ্যমিক পরিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে রবিবার রণক্ষেত্রর চেহারা নেয় উত্তর দিনাজপুরের চোপড়া। উত্তেজিত জনতা ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে একটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এলে তিনটি পুলিশ গাড়িতেও ভাংচুর চালানো হয় বলে দাবি।
অন্যদিকে এই ঘটনার দায় ঘুরিয়ে শাসকদলের উপর চাপিয়ে বঙ্গ বিজেপি রবিবারই একটি টুইট করে বলে, ” দুঃখের ঘটনা যে, একজন মহিলা মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের মেয়েদের রক্ষা করতে পারে না।”