Breaking :বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
কলকাতা: তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে এবার বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী।
গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। বলেছিলেন, “দমবন্ধ হয়ে আসছে, আমি কিছুই করতে পারছি না। তাই আমি আমার মনের কথা শুনেছি’।
এবার সেই হাতেই পদ্ম ফুল ধরলেন তিনি। সূত্রের খবর রবিবার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর সভাতেও হাজির থাকবেন দীনেশ ত্রিবেদী।ভোট যত এগোচ্ছে বিজেপি-তৃণমূলে যোগদানের হিড়িক ততই বাড়ছে।
এরমধ্যেই শুক্রবার তৃণমূল প্রার্থী ঘোষণা করলেও, এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। জানা গিয়েছে, আগামী সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করবে পদ্ম শিবির।