কলকাতা: একদিনে সর্বাধিক আক্রান্তের নয়া রেকর্ড রাজ্যে , ভেঙ্গে দিল আগের সব পুরনো পরিসংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৬০ জন । মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০০১৩।
ক্রমশ পরিস্থিতির জটিল থেকে জটিলতর হচ্ছে রাজ্যে। অন্য দিকে রাজ্যে কমটেনমেন্ট জোন গুলিতে চলছে কঠোর লক ডাউন। বন্ধ সরকারি বেসরকারি অফিস তবুও থামানো যাচ্ছে না সংক্রমণ।
প্রতিদিন প্রায় আগের দিনের থেকে গড়ে ২০০ জন বেশি আক্রান্তের খোজ মিলছে। তবে কি মুম্বাই , দিল্লির মত বেশি সংক্রমণের দিকে যাচ্ছে রাজ্য?
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ঘটেছে আরো ২৬ জনের । মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩২। সুস্থ হয়েছেন অবশ্য ৬২২ জন , এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ১৮৫৮১ জন। রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০৫০০ জন। রাজ্যে সুস্থতার হার প্রায় ৬২ টি শতাংশ।