নয়াদিল্লি: দেশে রেকর্ড হারে ছড়াচ্ছে করোনা। ফের একবার সংক্রমণের রেকর্ড ব্রেক দেশে। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সাড়ে আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হলেন ২৭ হাজার ১১৪ জন। মৃত্যু হল ৫১৯ জনের।
নতুন সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তেtর সংখ্যা দাঁড়াল ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭। সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজারের বেশি। মোট মৃত্যু পেরিয়েছে ২২ হাজার।
অন্যদিকে কবে নাগাদ ভারতের বাজারে এই ভ্যাকসিন আসবে, তা জানতে চেয়েছিল কেন্দ্রের সংসদীয় কমিটি। উত্তরে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ভ্যাকসিন বাজারে বিক্রি করতে অন্তত ১২ মাস সময় লাগবে।
তবে তখন, প্রাথমিকভাবে বাছাই করে কিছু মানুষকে এই ভ্যাক্সিন দেওয়া হবে। পরে সাধারণ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হবে। এই মুহূর্তে দেশে বায়োটেক নামে একটি সংস্থা মানব শরীরে ট্রায়ালের অনুমোদন পেয়েছে।