BREAKING: শনিবার লকডাউন নেই, জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা: নিট পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ১২ সেপ্টেম্বর শনিবার লকডাউন তুলে দিল রাজ্য সরকার। নিজের টুইটারে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৩ সেপ্টেম্বর রয়েছে নিট পরীক্ষা। পরীক্ষার্থীদের কাছ থেকে অনুরোধ করা হয় ১২ সেপ্টেম্বর লকডাউন তুলে নেওয়ার। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আগামীকাল লকডাউন বজায় থাকছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য চলতি মাসের শুরুতেই সেপ্টেম্বরের লকডাউনের দিন ঘোষণা করেছিল রাজ্য সরকার।
তবে পরীক্ষার্থী ছাড়াও লকডাউন তুলে নেওয়ার অনুরোধ করে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন সুজন চক্রবর্তীও। অবশেষে সাড়া মিলল রাজ্য সরকারের। শনিবার রাজ্যে হচ্ছে না লকডাউন।