কলকাতা: রাজ্যে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। যার ফলে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা হল ৮২৭।
এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮২৩ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭,৭০৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫০১ জন৷
বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১০,৩৮৬টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৫২৩ জনের৷
গত ২৪ ঘণ্টায় মৃত্যুতেও এগিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলাতেই ৬ জন করে করোনায় আক্রান্ত অবস্থায় মারা গিয়েছেন। ৫ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। মালদায় ২ জনের মৃত্যু হয়েছে।