নয়াদিল্লি:ফের করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ। আরও মৃত্যু হয়েছে ৭৬৮ জনের। পরিসংখ্যান বলছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজারেরও বেশি। মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৯৩ জনের।
দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। দিল্লিতে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার।
অন্যদিকে ব্লমবার্গের করোনা ভাইরাস ট্র্যাকার অনুসারে দেশে একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের পরিমাণ। করোনার বৃদ্ধির হারে বিশ্বের সব দেশকে ছাপিয়ে গেছে ভারত।
অন্যদিকে আপাতত মনে করা হচ্ছে, পরের বছর দেশে আসতে পারে করোনার ভ্যাকসিন। ততদিন দাঁতে দাঁত চেপে লড়তে হবে সাধারণ মানুষকে।