নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, যতদিন না অবধি এই মহামারির ভ্যাকসিন না আসছে, ততদিন ভাইরাসের বিরুদ্ধে চলা এই লড়াই থামানো চলবে না।
তিনি জানান, যে সব ব্যক্তিরা মাস্ক ছাড়া এখন বাইরে যাচ্ছেন, তাঁরা নিজদের পাশাপাশি বাড়ির বাচ্চাদের ও বয়স্কদের বিপদে ফেলছেন।
আরও পড়ুন – পুজোর আগেই আংটি বদল সেরে নিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী
মোদী বলেন, “আমি সকলের কাছে হাতজোড় করে জানাই আমি আপনাদের সুখী দেখতে চাই, আপনারা দয়া করে নিয়ম মেনে চলুন।” তিনি সাধারণ মানুষকে প্রোটোকল মেনে চলতে অনুরোধ করেন। তিনি সংবাদমাধ্যম ও নেট নাগরিকদেরকেও এজন্য দেশবাসীর কাছে আবেদন জানাতে অনুরোধ করেন।
এদিন মোদীর ভাষণ ছিল মাত্র ১০-১২ মিনিটের। নিজের ছোট্ট বক্তব্যে তিনি দেশবাসীকে ভাইরাসের ব্যাপারে সতর্ক করেন। তবে দ্বিতীয়বার লকডাউন হবে কিনা, সেসম্পর্কে কোনও কিছু জানান নি প্রধানমন্ত্রী।
modi

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন