নয়াদিল্লি: দেশে ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আবারও রেকর্ড হারে আক্রান্ত দেশজুড়ে। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন আরও ৫৭ হাজার ১১৭ জন। নতুন মৃত্যু হয়েছে আরও ৭৬৪ জনের।
নতুন সংক্রমণের জেরে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জনের। মোট মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জনের।
দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৯৪ হাজারের বেশি। অন্যদিকে অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন।
তবে দেশে বাড়ছে সুস্থতার হার। আরোগ্যের হার ছাপিয়ে গিয়েছে আক্রান্তের হারকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল গোটা দেশে সুস্থ হয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। সব মিলিয়ে এখন সুস্থ ব্যক্তির সংখ্যা মোট অ্যাক্টিভ রোগির সংখ্যার ১.৯ গুণ।
কেন্দ্র জানাচ্ছে দেশের ১৬টি রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার খবর মিলেছে। এজন্য দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ প্রাপ্য বলে জানিয়েছেন রাজেশ ভূষণ।