কলকাতা: করোনা আক্রান্ত সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বুধবার রাতে স্নেহাশিস জানান, “দিন দুয়েক ধরে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে ছিলাম। কিছুক্ষণ আগে রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।”
সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ জানা গিয়েছে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা এবং মা-সহ পুরো পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷
কীভাবে স্নেহাশিস করোনা আক্রান্ত হলেন, তা নিয়ে সংশয় দেখা গিয়েছে৷ সিএবি-তে এসেই কি করোনা আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্টের দাদা? সিএবি-র এক সিনিয়র আম্পায়ারের শরীরেও করোনা ভাইরাস মিলেছে৷