breaking: সাতসকালে কাশ্মীরে এনউন্টার, সেনার হাতে খতম ৩ জঙ্গি

Loading

শোপিয়ান: সাতসকালে ফের কাশ্মীরে সেনা জঙ্গি এনকাউন্টার। শোপিয়ানের তুরুকোয়াঙ্গাম এলাকায় এই এনকাউন্টার শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী সেনার হাতে ৩ জঙ্গি খতম হয়েছে।

এখনও সার্চ অপারেশন জারি রয়েছে বলে জানাচ্ছে সেনা। এর আগে শনিবার কাশ্মীরের কুলগাম জেলায় নিপোরা এলাকায় শুরু হয় জঙ্গি ও বাহিনীর মধ্যে এনকাউন্টার।ওই এনকাউন্টারে বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রায় প্রত্যেকটি অভিযানে দেখা যাচ্ছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে সেনারা জঙ্গি ডেরায় পৌঁছতেই শুরু হয়ে যাচ্ছে এনকাউন্টার।

দু সপ্তাহ আগে রবিবার থেকে সোমবার অবধি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করা সম্ভব হয়েছে নয়’জন জঙ্গিকে, এরা সকলেই হিজবুল মুজাহিদিন জঙ্গি-গোষ্ঠীর বলেই জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: