কলকাতা: রাজ্যে আরও বাড়ল মোট করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে মৃত্যুর ঘটনায় বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮ জনের । আক্রান্ত ২৫৮৯ জন । তবে সুস্থ হয়ে উঠার হারও বেড়েছে।
শনিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, বাংলায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২১৪৩ জন। ফলে মোট সুস্থ হয়ে উঠার সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়ে গেল। এছাড়া একদিনে সর্বোচ্চ টেস্ট হয়েছে বাংলায় । গত ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি টেস্ট হয়েছে।
বাংলায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭২ হাজার ৭৭৭ জনে। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় ৭১৪ জন আক্রান্ত হয়েছেন একদিনে।
বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০৬৩১ জন। সুস্থতার হার এই মুহূর্তে বাংলায় ৬৯.৪১ শতাংশ। যা আগের দিনের থেকে কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সবচেয়ে বেশি ৭১৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এরপরে উত্তর ২৪ পরগনায় ৬০৮ জন, হাওড়ায় ২৬২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৬ জন, মালদহে ১১২ জন এবং পূর্ব বর্ধমানে ১০৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন।