Read Time:1 Minute, 28 Second
পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু ভাই-বোনের
উত্তর দিনাজপুর: পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘির থানার মস্তানচক পাড়ায়।
পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম দেবা বাস্কে এবং জয়া মার্ডি। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গিয়েছে, করণদিঘি থানার মস্তানচক পাড়ার বাসিন্দা দেবা এবং তার বোন জয়া বৃষ্টির মধ্যে বাড়ির সামনে খেলা করছিল। খেলার শেষে পুকুরের স্নান করতে নেমে তারা তলিয়ে যায়।
এরপর পরিবারের সদস্যরা এসে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।