WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ধন্যবাদ জানালেন চিকিৎসকদের

কলকাতা: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছন্ন অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন, সেই রোগী আজ যখন হাসুমুখে বাড়ি ফিরছেন খুশির হাওয়া চিকিৎসকমহলে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এ দিন স্বাস্থ্যকর্মীদের নিজ মুখে ধন্যবাদ জানান বুদ্ধবাবু। বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হতেই শিশুর উচ্ছ্বাস ছিল তাঁর চোখে মুখে। চিকিৎসকরা জানাান, এই কদিন শুধুমাত্র রাইসটিউবটা ছিল বুদ্ধবাবুর। তবে দিন কয়েকে ওঁর হজমশক্তি বেড়েছে। তাই এদিন রাইসটিউবও খুলে রাখা হয়েছে। চিকিৎসকদের আগামবার্তা আগামিদিনে পুষ্টির দিকে নজর দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

চিকিৎসকরা তাঁকে বলছেন, আপাতত বাইপ্যাপ নিয়মিত লাগাতে হবে। নিতে হবে ফিজিওথেরাপিও। সবটা শুনে অক্ষরে অক্ষরে চিকিৎসকদের নির্দেশ পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন বুদ্ধবাবু।

গত ৯ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে এ দিন তাঁকে উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি করা হয়। দেখা যায় তাঁর অক্সিজেন মাত্রা কমে গিয়েছে অনেকটাই। আচ্ছন্ন অবস্থছায় চলে গিয়েছিলেন তিনি। শুরু হয় লড়াই। করোনা ছিল না তাঁর শরীরে এটা বাঁচোয়া। তবে শরীরে অস্বাভাবিক কার্বন মাত্রা ভাবাচ্ছিল চিকিৎসকদের। শুরু হয় অসম্ভবকে সম্ভব করার লড়াই। একটু একটু করে সাড়া দিতে থাকেন বুদ্ধবাবুও। একটু উঠে বসার সক্ষমতা ফিরে পেতেই খোঁজ শুরু করেন বইয়ের। জানান দ্রুত বই লেখার কাজ শেষ করতে চান।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার