Buddhist temple in Pakistan
লড়াই ২৪ : ২৩০০ বছর পর পাকিস্তানে আবিষ্কার হল বৌদ্ধ আমলের মন্দির। মন্দির ছাড়াও প্রত্নতাত্ত্বিকরা বৌদ্ধ যুগের ২৭০০টিরও বেশি নিদর্শন উদ্ধার করেছেন সেই ধ্বংসাবশেষ থেকে।
উত্তর-পশ্চিম পাকিস্তানে বৌদ্ধ যুগের ২৩০০ বছরেরও বেশি পুরনো অ্যাপসাইডাল মন্দির (বৌদ্ধ মন্দির থেকে হিন্দু মন্দিরে রূপান্তরিত) এবং আরও কয়েকটি মূল্যবান প্রত্নবস্তু আবিষ্কার করেছে পাকিস্তানি এবং ইতালির প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ খনন দল। পাকিস্তানের সোয়াট অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা শনিবার
এই বিষয়ে জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলার বারিকোট তহসিলের বৌদ্ধ আমলের বাজিরা শহরে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি হয়েছে। পাকিস্তানের প্রাচীনতম বৌদ্ধ আমলের মন্দির হিসেবে দাবি করা হয়েছে এটিকে।
এই বিষয়ে এক কর্তা বলেন, ‘পাকিস্তানি এবং ইতালীয় প্রত্নতাত্ত্বিকরা একটি ঐতিহাসিক স্থানে যৌথ খননের সময় উত্তর-পশ্চিম পাকিস্তানে বৌদ্ধ যুগের ২৩০০ বছরেরও বেশি পুরানো অ্যাপসাইডাল মন্দির আবিষ্কার করেছে। সেখানে অন্যান্য মূল্যবান নিদর্শনও উদ্ধার করেছে সেই দলটি। সোয়াটে আবিষ্কৃত মন্দিরটি পাকিস্তানের তক্ষশীলায় আবিষ্কৃত মন্দিরের চেয়েও প্রাচীণ।’
Buddhist temple in Pakistan