মর্মান্তিক! এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো মামা-ভাগ্নি
বর্ধমান: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো মামা-ভাগ্নি। বুধবার রায়নার আওসারা থেকে খণ্ডঘোষের সাধনপুর যাওয়ার সময় রাস্তায় একটি খড় বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার জেরে মৃত্যু হয় মামা ও ভাগ্নির।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ওই খড় বোঝাই লরির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ঘটনায় মৃত মামার নাম সেখ রহমত আলী, বয়স ২৫ বছর এবং ভাগ্নি সুলতানা, বয়স ৫ বছর। ঘটনায় আরও ২ জন ব্যাক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে জসন সি.আই (সি ) সঞ্জয় কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।