কলকাতা – রবিবার কালীঘাটের মুখার্জি ঘাটে মিললো বস্তা ভর্তি পোড়া টাকা। সেই বস্তা দেখতে উৎসাহী মানুষের ভিড়। পোড়া টাকার মধ্যে যদি কোনও ভালো টাকা পড়ে থাকে, সেটাই খুজছেন বাসিনাদার। পড়ে আছে ১০ , ২০, ৫০, ১০০ টাকার নোট। খবর পেয়ে ঘাটে টাকার আশায় ভিড় করে স্থানীয় মানুষ।
স্থানীয় একজন জানিয়েছেন, ‘‘আমরা খেলছিলাম, হঠাৎ করে খবর পাই টাকা পড়ে আছে। তাই ছুটে এসেছি দেখতে। যদি কিছু পাওয়া যায়”। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ঘটনাস্থলে কালীঘাট থানার পুলিশ আসে। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা ও তাকে ঘিরে জনতার ভিড় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে।
কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা ও তাকে ঘিরে জনতার ভিড় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, কোথা থেকে এই টাকা এল তা তদন্ত করা হবে।