মেদিনীপুর: বুধবার সকাল ১০টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে যাত্রী বোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হন ৩ জন যাত্রী।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে যাত্রী বোঝাই মা লক্ষী নামক একটি বেসরকারি বাস কাঁথি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই সময় কলকাতার দিক থেকে কাঁথিগামী একটি ডাম্পার আসছিল। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে বাসটিতে গিয়ে ধাক্কা মারে। এরপর বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে থাকা নায়নজুলিতে নেমে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।
এটাই মুখ্যমন্ত্রী হিসেবে দিদির শেষ একুশে জুলাই, মন্তব্য দিলীপ ঘোষের
স্থানীয়রাই খবর দেন মারিশদা থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠায়।পাশাপাশি ক্রেনের সাহায্যে বাসটিকে নয়নজুলি থেকে উদ্ধার করে ও তার সঙ্গে ডাম্পারটিকেও থানায় নিয়ে যায়।