কলকাতা: আগামী দু’দিনের মধ্যে বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বাস নামানো আর সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা৷
বাস মালিকদের এই কথায় ফের বিপাকের গন্ধ পাচ্ছেন হাজার হাজ্র অফিস যাত্রী মানূষ। এম্নিতে এখন ট্রেন চলছে না। এরমধ্যে আবার বাস বন্ধ হলে দুর্দশার শেষ থাকবে না বলে মানছেন তাঁরা।
লকডাউনে বেসরকারি বাস মিনিবাস নামাতে হবে, নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরই ভাড়া নিয়ে পরিবহন দফতরের সঙ্গে বৈঠক হয় বাস ও মিনিবাস সংগঠনের৷ সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়,বেসরকারি বাসের ভাড়া নির্ধারন করবে রেগুলেটরি কমিটি। রাজ্য সরকার এই কমিটি তৈরি করায় বেসরকারি বাস মিনিবাস পরিষেবা শুরু করে মালিকরা৷
কিন্তু এখনও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও কথা না এগোনোয় আরও একবার বাস বন্ধের হুমকি দিয়ে রাখলেন কর্মীরা।