বন্ধ বাস পরিষেবা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা – পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার শহর কলকাতা ও শহরতলীর একাধিক রুটে বুধবার বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠনগুলো । তাদের বক্তব্য, ” জ্বালানি তেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির পাশাপাশি বাস চালানোর আনুষঙ্গিক খরচ বেড়েছে বহুগুণ। ফলে বাস ভাড়া অপরিবর্তিত রেখে বাস চালানো দায় হয়ে উঠছে। বাস পরিষেবা চালু রাখতে বেশ  কয়েকটি রুটে বর্ধিত হারে ভাড়া নেওয়া শুরু করেছিল বাস মালিক সংগঠনের একাংশ। সেই সব রুটে মোটর ভেহিকেল ইনস্পেক্টরদের নজরদারিতে সমস্যা বেড়েছে।”

         ১২, ১২A, ১২B, ১২C, ১, ১A, ১B, ৪২A/B, ৩৯, Rt ১২৩, Rt১৬১ বাস গুলি সহ   আরো বাস চলবে না ।বাস রুট গুলির মধ্যে অধিকাংশই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া ও ধর্মতলায় যাতায়াত করে। ফলে এই সব রুটে বাস বন্ধ হলে অফিস  নিত্য যাত্রীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হবে , এতে সমস্যায় পরবেন যাত্রীরা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment