কলকাতা – রবিবার বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে “সোনার বাংলা” গড়ার ডাক দিয়ে তীব্র নিন্দা করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বাংলা চায় উন্নতি, শান্তি”।
তৃনুমূল সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজির আভিযোগ এনে এই সরকারকে উছেদের ডাক দিলেন তিনি, অপরদিকে গ্যাসের দাম বেড়ে জাওয়ায় শিলিগুড়িতে এক জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ” এক জন সাধারন মানুস তোলাবাজি করলে ৫ টাকা ১০ টাকা হয়,” ” রেল, সেল, কোল বিক্রি করলে কত তোলাবাজি হয়?” ” দেশে শুধু মোদী শাহের সিন্ডিকেট”। গ্যাসের দাম বেড়ে জাওয়ায় ব্যাঙ্গ করে বলেন, “উজ্জলা গ্যাসের উজ্জলা কোথায় গেল?’
এদিন মোদী মঞ্চে দাঁড়িয়ে “আসল পরিবর্তন” এর ডাক দেন। তিনি “আসল পরিবর্তন” এর কথা বলে বলেন, ভ্রস্টাচার, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, বেরোজগারি, হিংসা, তুস্টিকরন, কাজের জন্য কাউকে বাইরে যেতে হবে না, ইঞ্জিয়ারিং,ডাক্তারি, টেকনলজি পড়া যাবে বাংলায়, এগুলোই হল আসল পরিবর্তন।
কংগ্রেসের-বামেদের কটাক্ষ করে বলেন, ” কংগ্রেসের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও, আজ সেই কালো হাত কোথায়? ব্যাঙ্গ করে বলেন কালো হাত কি সাদা হয়ে গেছে?”