বাতিল টি টুয়েন্টি বিশ্বকাপ, হতে পারে আইপিএল
দুবাই: অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর বাতিল হল টি টুয়েন্টি বিশ্বকাপ। অনেক দিন ধরেই বাতিল হবে কথা ছিল সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল ।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ঘোষণা করে দিল , করোনা সংক্রমণের জন্য এবারের টি ২০ বিশ্বকাপ বাতিল করা হল । সোমবার অর্থাৎ গতকাল আইসিসির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিসি পরে একটি বিবৃতি জারি করে জানায় , ‘ করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপের টুর্নামেন্ট করা অসম্ভব । তাই এই টুর্নামেন্ট বাতিল করা হচ্ছে । ‘ কবে এই বিশ্বকাপ ফের করা যেতে পারে সে নিয়ে পরে আলোচোচনায় বসবে আইসিসি।
এই ঘোষণার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল বিসিসিআই। কারণ , এশিয়া কাপ স্থগিত ঘোষণায় পরে টি ২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর – অক্টোবর মাসে যে সময় পাওয়া যাচ্ছে , সেখানে আইপিএল অনুষ্ঠিত করা যাবে বলেই বোর্ড সূত্রে খবর ।
আইপিএল নিয়ে সম্ভবত এবার বিসিসিআই তোড়জোড় শুরু করেছেন। তারা আইপিএল শুরু করতে চায় আমিরশাহীতে। অনেক দিন ধরেই ভারতীয় বোর্ড চিন্তা ভাবনা করছিল যাতে আইপিএল শুরু করা যায়।
কিন্তু আইসিসি বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নেয় নেওয়ায় তা সম্ভব হচ্ছিল না , বিসিসিআই সূত্রে খবর সম্ভবত সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে নভেম্বরের ৪ তারিখ অব্দি হবে আইপিএল।