৩৯ এ পা দিলেন ক্যাপ্টেন কুল
নিজস্ব প্রতিবেদক: ১৯৮১ সালে রাচি শহরে আজকের দিনে জন্মেছিলেন ভারতবর্ষের ক্রিকেট এর ইতিহাসে সফলতম ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।
মাহি বলেই সবাই চেনে তাকে তার ঠান্ডা মাথার আর তুখোড় ক্রিকেট মস্তিষ্ক ভারত কে দুটো বিশ্বকাপ এনে দিয়েছে।
ধোনির নেতৃত্বে ভারত ২৮ বছর পর ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতে। আইসিসির সবকটি ট্রফি ক্যাপ্টেন হিসেবে ধোনির আছে ।
সালটা ২০০৭ প্রথমবার টি টুয়েন্টি বিশ্বকাপ ভারতকে কাপ পাইয়ে দেন ধোনি তারপর জয়ের রথ চলছে তো চলছেই আইপিএল এ তিনটি চাম্পিওন ট্রফি বিশ্বকাপ , আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ধোনির পকেটে।
ক্রিকেট বিশ্বের প্রায় সমস্ত খেলোয়াড় টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছেন ধোনি কে। প্রত্যেক বার প্রায় খেলার মাঠে ড্রেসিংরুম এই জন্মদিন সেলিব্রেট হয় কিন্তু এবার পরিবারের সাথে এখন দেখার কিভাবে মেয়েকে ও স্ত্রী কে নিয়ে জন্মদিন পালন করেন ক্যাপ্টেন কুল।