বাঁকুড়া: বিয়ে বাড়ি সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী শহরে। সোমবার রাত ২ টো নাগাদ স্থানীয় নিত্যানন্দপুরে একটি বিয়ে বাড়ি থেকে গাড়িতে চেপে ফিরছিলেন বরযাত্রীরা। সোনামুখী শহরের চৌমাথা মোড়ের কাছে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। সকলেই বরযাত্রীর গাড়িতে ছিলেন।
আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সোনামুখী হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রীতিমতো ধাওয়া করে বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে ঘাতক লরিটিকে আটক করে। গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসি। দুর্ঘটনার তদন্ত চলছে পুলিশ।