গাড়ি উল্টে পথদুর্ঘটনা, পলাতক ড্রাইভার
নিউটাউন: আনলক পর্বে রাস্তায় দিনে দিনে গাড়ির সংখ্যা বাড়তে থাকছে। আর তার সঙ্গে বাড়তে শুরু করেছে পথ দুর্ঘটনাও৷ এবার পথ দুর্ঘটনা ঘটল নিউটাউনে৷
ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায় একটি গাড়ি৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ৷
কিন্তু ততক্ষণে গাড়ি চালক পালিয়ে যায়৷ সিসিটিভ ফুটেজ দেখে চালকের হদিশ পাওয়ার চেষ্টা করছে নিউটাউন পুলিশ৷ পাশাপাশি নম্বর প্লেট দেখেও গাড়ির মালিককে খোঁজা হচ্ছে৷
ঘটনাটি ঘটেছে নিউটাউনের বক্স ব্রিজের কাছে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে যে রাস্তায় একটি ইনোভা গাড়ি উল্টে আছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার মধ্যরাতে নিউটাউনের দিক থেকে ওই ইনোভা গাড়িটি সল্টলেকের দিকে যাচ্ছিল৷
এরপর নিউটাউন ব্রিজের কাছে আসতেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ফলে গাড়িটি উল্টে যায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ ছুটে গিয়ে দেখে, রাস্তায় গাড়িটি পড়ে আছে৷ চালক গাড়িতে থাকা ব্যক্তি পালিয়েছে।
পুলিশের অনুমান চালক-সহ গাড়িতে দু’জন ব্যক্তি ছিল৷ তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।