সুশান্তের মৃত্যু ঘিরে নয়া জল্পনা, মামলা দায়ের বান্ধবী রিয়ার বিরুদ্ধে

Loading

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে এবার মামলা দায়ের হল তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। অভিনেতাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জানা যাচ্ছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এর আগে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এখানেই সলমন খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি এবং একতা কাপুরের নামে মামলা দায়ের হয়েছে।

প্রকাশ্যে সুশান্ত বা রিয়া কেউ কোনদিন সম্পর্কের কথা বলেননি। কিন্তু জানা গিয়েছে লকডাউনে রিয়া ছিলেন সুশান্তের বাড়িতেই। সূত্রের খবর, রিয়া জানিয়েছেন যে লকডাউনে সুশান্তের বাড়িতেই একসঙ্গে থাকছিলেন তিনি। কিন্তু দিন কয়েক আগে ঝগড়া হওয়ায় সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান।

এরপরও তঁদারে মধ্যে ফোনে ও মেসেজে কথাবার্তা চলছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, শনিবার রাতে শেষ ফোনটা রিয়াকেই করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যদিও ফোন ধরেননি রিয়া।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: