পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা – চিটফান্ড-কাণ্ডে এ বার পিসি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি চালালো সিবিআই।  শুক্রবার দুপুর ১টা নাগাদ বিশ্ববন্দিত জাদুকেরর মুকুন্দপুরের বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সূত্রের খবর, চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পিসি সরকার (জুনিয়র)। তাঁর সঙ্গে টাওয়ার গ্রুপের সম্পর্কের হদিশ পেতেই সিবিআই -এর এই অভিযান।

সূত্রের খবর,  একটি রেস্তোরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে তাঁর ব্যবসায়ীক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। এই মর্মে দু’পক্ষের মধ্যে প্রায় কোটি টাকার ওপর আর্থিক চুক্তি হয় বলেও খবর। সিবিআই -এর নজরে মূলত রয়েছে এই রহস্যজনক লেনদেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বড় অঙ্কের এই টাকা কবে লেনদেন হয়েছে, এখন সেই টাকা কোথায় রয়েছে? এর পিছনে কোনও বৃহত্তর লেনদেন রয়েছে কিনা, সবটাই জানতে পিসি সরকার (জুনিয়র)-এর বাড়িতে যান আধিকারিকরা। প্রভাবশালীদের সঙ্গে এভাবেই নানা সময় আর্থিক লেনদেন করেছিলেন টাওয়ার গ্রুপের কর্তারা। ২০১৪ সালের মে মাসে এই তছরূপের তদন্ত শুরু করার পর গ্রুপের একাধিক অফিসে তল্লাশি চালায় সিবিআই । সেখান থেকেই উঠে আসে পিসি সরকার (জুনিয়র)-এর নাম।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment