দিল্লি: বাতিল হল সিবিএসই (cbse) বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা (cbse class 12 exam)। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা শিক্ষাবর্ষের গৃহীত পরীক্ষার ফল ধাপে ধাপে প্রকাশ করবে সিবিএসই বোর্ড।
এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিল অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী সহ ক্যাবিনেট সচিব ও বোর্ডের আধিকারিকরা। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা গ্রহণের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হলেও। শেষ মুহূর্তে কোনও বিকল্পকেই কাজে লাগাতে না পারায় এই সিদ্ধান্ত নিল (cbse) সিবিএসই বোর্ড।
বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ছাত্রদের প্রতি পক্ষে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‛বোর্ড পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে, তাই যে ভাবেই হোক পরীক্ষা নিতে হবে।’ (cbse class 12 exam)


মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন