নয়াদিল্লি: বর্তমানে করোনা পরিস্থিতির বিবেচনা করেই এ বছর সিবিএসই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত।
করনা পরিস্থিতিতে আপাতত স্থগিত রাখা হোক পরীক্ষা,এমন মামলা দায়ের করা হয়েছিল। আজ শুনানিতে কেন্দ্রের তরফে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ঘোষণা করা হয় বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিচার-বিবেচনা করে স্থগিত রাখা হবে পরীক্ষা, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা।আগামী ১ থেকে ১৫ জুলাই এর পরীক্ষা বাতিল করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কোর্টের তরফে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না। তাতে সংক্রমণ ছড়াতে পারে। যদিও ইতিমধ্যেই আইসিএসই বোর্ড পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা করে দেওয়া হয়েছে।