কলকাতা – এবার থেকে ঘরেবসেই জন্ম শংসাপত্রের আবেদন করা যাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নিজের ওয়েবসাইটের মাধ্যমে। শনিবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (সিএমসি) -এর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ফিরহাদ হাকিম বলেন, জনগণ এখন থেকে জন্ম শংসাপত্র পেতে অনলাইনে আবেদন করতে পারবেন, এক্ষেত্রে তাঁরা সব প্রকার নথি অনলাইনে জমা দিতেও পারবেন, তবে, শংসাপত্রগুলি নির্ধারিত তারিখে ও সময়ে অফিস থেকে সংগ্রহ করতে হবে।
সিএমসি-র একজন কর্মকর্তা জানিয়েছেন শংসাপত্রের সংগ্রহের সময় আবেদনকারীকে মূল নথিগুলি আনতে হবে, সঙ্গে অভিভাভকদের পরিচয়পত্রের প্রমান নিয়ে আসতে হবে।
আবেদনকারীদের www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp ওয়েবসাইটে
যেতে হবে। এরপর, ডানদিকে মেনুতে ‘অনলাইন জন্ম শংসাপত্র’ বিকল্প রয়েছে।
আবেদনকারী মোবাইল ফোনে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বা লগ ইন করতে হবে।