বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বড় পরিবর্তন, না জানলে সমস্যা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 কলকাতা –   এবার থেকে ঘরেবসেই  জন্ম শংসাপত্রের আবেদন করা  যাবে  কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নিজের ওয়েবসাইটের মাধ্যমে।  শনিবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (সিএমসি) -এর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ফিরহাদ হাকিম বলেন,  জনগণ এখন থেকে জন্ম শংসাপত্র পেতে অনলাইনে আবেদন করতে পারবেন, এক্ষেত্রে তাঁরা সব প্রকার নথি অনলাইনে জমা দিতেও পারবেন, তবে, শংসাপত্রগুলি নির্ধারিত  তারিখে ও সময়ে  অফিস থেকে সংগ্রহ করতে হবে। 

সিএমসি-র একজন কর্মকর্তা জানিয়েছেন শংসাপত্রের সংগ্রহের সময় আবেদনকারীকে মূল নথিগুলি আনতে হবে, সঙ্গে অভিভাভকদের পরিচয়পত্রের প্রমান নিয়ে আসতে হবে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en
আবেদনকারীদের www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp ওয়েবসাইটে
যেতে হবে। এরপর,  ডানদিকে মেনুতে ‘অনলাইন জন্ম শংসাপত্র’ বিকল্প রয়েছে। 
আবেদনকারী মোবাইল ফোনে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বা লগ ইন করতে হবে। 

 




 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment