কাশ্মীরে লেফটেন্যান্ট পদ ছাড়লেন সিজি মুর্মু, শপথ নেবেন মনোজ সিনহা
কাশ্মীর: কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন মনোজ সিনহা। আজই শপথ নেবেন তিনি। কাশ্মীরের আগের লেফটেন্যান্ট গভর্নরকে অডিট জেনারেল পদে বসানো হয়েছে। তার পরেই তিনি পদত্যাগ করেন এব তাঁর পদে মনোজ সিনহাকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজীব মহর্ষী আগের অডিট জেনারেল ৬৫ বছর বয়সে অবসর নেওয়ার পর গত এক সপ্তাহ ধরে খালি পড়েছিল পদটি।
তাঁর লেফটেন্যান্ড গভর্নর পদ থেকে সরে আসার কয়েক দিন আগেই কাশ্মীরে ভোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি একটু থিতিয়ে গেলেই কাশ্মীরে ভোট করানো হবে বলে খবর ছড়িয়ে পড়েছিল।
তাঁর জায়গায় বসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তর প্রদেশের বিজেপি নেতা মনোজ বর্মা। এই প্রথম কোনও রাজনৈতিক নেতা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে আসীন হতে চলেছেন। কাশ্মীরের প্রধান বিচারপতি গীতা মিত্তল তাঁকে শপথ গ্রহণ করাবেন।