Dooars Tea Garden Tiger: ডুয়ার্সের মেচেনি চা বাগানে ছাগলকে টোপ দিয়ে ধরা হল চিতাবাঘ। বহুদিন ধরে চিতা বাঘের অত্যাচার বিব্রত ছিলেন গ্রামবাসীরা। একের পর এক মুরগি এবং ছাগল নিয়ে যাচ্ছিল ওই চিতা বাঘটি। দিনের বেলায় বাচ্চারা ঘরের বাইরে বের হতে পারছিলেন না, কোন মহিলা ও ভয় বাইরে আসতে পারছিল না। যেকোনো সময় চলে আসতো চিতাবাঘ, নিয়ে যেত খাবার জিনিস।
শেষে বনদপ্তরের কাছে বারবার বলা হলে , বনদপ্তর ছাগলের টোপ দিয়ে ধরে চিতাবাঘ। জালের উপর ছাগল ছিল, চিতাবা কে লোভ দেখিয়ে টোপ দিয়ে কাছে নিয়ে আসেন বনদপ্তরে কর্মীরা। কাছে আসতে জাল দিয়ে জড়িয়ে ফেলা হয় ওই চিতাবাঘটিকে।
বন দপ্তরে কর্মীদের সাথে উপস্থিত ছিলেন এলাকার প্রচুর স্থানীয় মানুষও। বাঘের অত্যাচারে বিরক্ত হয়ে লাঠি এবং বাস নিয়ে এসেছিলেন। বনদপ্তরের কর্মীরা নিজেরাই ধরে ফেলেন চিতাবাঘকে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন