কলকাতা: একে তো দীর্ঘ লকডাউনের বাজার। হাতে টাকা পয়সা নেই আমজনতার। তার ওপর বাঙালির চির পরিচিত ‘সব ঘাটের কাঁঠালি কলা’ র মতো আলুর দামও বেড়েছে ব্যাপক হারে। ফলে বাজারে গিয়ে টান পড়ছে মধ্যবিত্তের পকেটে।
অবস্থা এমনই যে, খোলা বাজারে জ্যোতি আলু – ২৪ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু ৩০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আলু কিনতে গিয়ে পকেট হালকা আর কি!
অন্যদিকে লকডাউনের সময় এই মুরগিই অনেকটা স্বস্তি দিয়েছিল মধ্যবিত্তকে। রাতারাতি সেই মুরগির দাম ৩০০ টাকা ছুঁয়েছে। ফলে আম বাঙালির হেঁসেলে এখন হাঁসফাঁস অবস্থা।
ব্রয়লারের মাংসের দাম চড়তে চড়তে পৌঁছে গিয়েছে কিলো প্রতি ২৮০-৩০০ টাকায়। দেশি মুরগি ৩৮০ টাকা।