এও সম্ভব! ২০ টাকায় মাংস-ভাত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

এও সম্ভব! ২০ টাকায় মাংস-ভাত

হাওড়া: এই দুর্মূল্যের বাজারে ২০ টাকায় মাংস-ভাত! এ কী করে সম্ভব! হাওড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপিতা বাপি মান্না যেন সত্যিই এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বাপি মান্না সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো এবং মহালয়ার দুপুরে এই অভিনব প্রকল্প চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘মমতার মমতা’।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন দুপুরে এলাকার প্রায় ২০০ থেকে ৩০০ জন মানুষের জন্য স্বল্প মূল্যে দুপুর বেলার খাবারের ব্যবস্থা করা হবে। মাত্র ২০ টাকা দিলে সপ্তাহে ১ দিন মাংস-ভাত এছাড়াও ডিম, সবজি-ভাত পাওয়া যাবে এবং মাত্র ১৫ টাকায় পাওয়া যাবে নিরামিষ ভাত সহ অনেক রকম খাবার।

এই বিষয়ে তৃণমূল নেতা বাপি মান্না বলেন, “ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অভিনব আয়োজন। তাঁরা চান যে এলাকায় দিন আনা দিন খাওয়া অনেক গরিব মানুষ আছেন যাদের প্রতিদিন দুপুরে হোটেলে খাবার জন্য যেতে হয় তারা এখান থেকে সুলভ মূল্যে দুপুরের মধ্যাহ্নভোজন করতে পারবেন”।

একই সঙ্গে তিনি বলেছেন, “এছাড়াও সাধারণ মানুষও চাইলে এখানে আসতে পারবেন। আমরা প্রতিদিন দুপুরে স্বল্প মূল্যে সুলভ আহারের ব্যবস্থা করেছি। খুব অল্প মূল্যে আমরা এই খাবার সেল করব। অল্প দামে যে কেউ এখান থেকে খাবার কিনতে পারবে। তিন দিন নিরামিষ এবং চার দিন আমিষ থাকবে”।

ভাত, ডাল, সবজি, মাছ ছাড়াও সপ্তাহে ১ দিন মাংস-ভাত থাকছে। ২০ টাকায় আমিষ এবং ১৫ টাকায় নিরামিষ খাবার পাওয়া যাবে। প্রতিদিন ২০০ থেকে ৩০০ জনকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাপি মান্না।

সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “সারা বছর চলবে। এখানে এলে কেউ অভুক্ত থেকে ফিরে যাবে না। ক্যারি ব্যাগ সিস্টেমে খাবার দেওয়া হবে। নামমাত্র টাকা দিয়েই সেই খাবার পার্সেল সিস্টেমে তাঁরা পাবেন”।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment