BIG BREAKING: প্রতিবাদের ভাষাকে জোরদার করতে বোলপুরের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বোলপুর: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনজোয়ার। রাস্তার দুপাশে সাড় দিয়ে দাঁড়িয়ে অগুনতি মানুষ। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে স্বাগত জানানো হয়েছে মমতাকে। অনুব্রত মন্ডল আগেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেনআজ আড়াই লক্ষ মানুষ পা মেলাবেন পদযাত্রায়। আর ছবিটা কিছুটা তেমনই।
আমার বাংলা এমনিতেই সোনার বাংলা-মমতা
ওরা কৃষকদের অধিকারও কেড়ে নিয়েছে-মমতা
টাকা দিয়ে কিছু বিধায়ককে কেনা যায়-মমতা
টাকা দিয়ে দল কেনা যায় না-মমতা
ওদের সবকিছুই ফেক রাজনীতি-মমতা
শান্তিনিকেতনের পরিবেশ দূষিত করছে-মমতা
ওরা কৃষকদের ফসল বাইরে বেঁচে দেবে-মমতা
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করছে-মমতা
ওরা বিবেকানন্দ, গান্ধীজিকে সম্মান করে না-মমতা
কবিগুরুর ভেক ধরেছে মোদি- মমতা
বহিরাগতদের গুরুত্ব দেবেন না -মমতা
অবশেষে তৃণমূলের ধ্বনি দিয়ে লড়াই এর শক্তি জুগিয়ে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করলেন।