লাদাখ: ফের উত্তাপ লাদাখে। জানা যাচ্ছে, প্যাংগং লেকের কাছে অতিরিক্ত নৌকা নিয়ে হাজির হয়েছে চিন। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্যাংগং লেকে অতিরিক্ত নৌকো এনেছে লালফৌজ।
২৯ জুলাইয়ের যে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ফিঙ্গার পাঁচে তিনটি এবং ফিঙ্গার ছয়ে ১০টি নৌকো। এক একটি নৌকোয় কমপক্ষে ১০ জন করে সেনা রয়েছে। অর্থাত্ ১৩টি নৌকোয় চিনের এলিট ফোর্সের কমপক্ষে ১৩০ জন সেনা মোতায়েন রয়েছে। জায়গাটি ভারতের নিয়ন্ত্রণে থাকা ফিঙ্গার চারের খুব কাছেই।
নাসেনার মাথাগোঁজার ব্যবস্থা করতে নতুন নির্মাণকাজও হয়েছে। লালফৌজের একাধিক তাঁবু, নতুন করে কাটা পরিখাও উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।