সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয়নি চিন, জবাব দিতে তৈরি ভারতীয় সেনা
কাশ্মীর: ভারতের পাওয়া উপগ্রহ চিত্রকে ভিত্তি করে আবারও উত্তেজনা সৃষ্টি হতে চলেছে ভারত-চীন সীমান্তে। সূত্রের খবর সীমান্ত সংলগ্ন প্যাংগং লেক থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি চীন।
এই চিত্র সামনে আসার সাথে সাথেই নড়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনী এবং উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারাও শুরু করেছে প্রস্তুতি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অনুযায়ী, কথামতো চীনা সেনারা নির্ধারিত সীমান্ত থেকে দুই কিলোমিটার পিছনে সরেনি।
এমনকি উপগ্রহ চিত্র অনুযায়ী ১০ টি সামরিক নৌকাও এলাকার পূর্বপ্রান্তের রেখেছে চীন সেনা বাহিনী।