বেজিং: সোমবার টিকটক সহ ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত। এই নিয়ে চটেছে বেজিং।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানান, “এ বিষয়ে চিন বেশ চিন্তিত”। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ভারতে ব্যবসা করা চিনা সংস্থাগুলির অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুণ্ম হচ্ছে বলে জানান তিনি।
টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ বর্জনের পর গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে চিনের বিদেশমন্ত্রক।
সরকারের কাছে নিজেদের অ্যাপের সুরক্ষা সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে বেশ কিছু চিনা সংস্থাকে। সেই তথ্যের ভিত্তিতে ব্যান জারি থাকার বিষয়ে ভাবা হবে।